নিজস্ব প্রতিবেদক । ২৪ আগস্ট ।২০২৫
জনপ্রিয় কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি সূত্রে জানা গেছে, রোববার (২৪ আগস্ট) বরিশাল থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে এবং সোমবার আদালতে হাজির করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তৌহিদ আফ্রিদি জুলাই হত্যা মামলার আসামি বলেও নিশ্চিত করেছে সিআইডি।
এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরেক মামলায় তার বাবা বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও আলোচিত ব্যবসায়ী মো. নাসির উদ্দিন সাথী কে গ্রেফতার করা হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও কয়েকজন আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়।



