শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষফজলুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

ফজলুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার | ই নিউজ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২০:১৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই গণ-অভ্যুত্থানকে ‘কালো শক্তি’ এবং আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় শাহবাগ জাদুঘরের সামনে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন,
“মৌলিক সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার ছাড়া কোনোভাবেই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এখনও পর্যন্ত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন বিলম্বিত হচ্ছে। এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে।”

তিনি আরো দাবি করেন, বিএনপিকে অবশ্যই ফজলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং তার কাছ থেকে নিঃশর্ত ক্ষমা আদায় করতে হবে।

সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম কর্মসূচিতে বলেন, “যারা আমাদের গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তারা আসলে আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের মতোই তাদের পরিণতিও অনিবার্য।”

সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বলেন,
“ফজলুর রহমান ’২৪ এবং ’৭১-কে মুখোমুখি দাঁড় করানোর ঘৃণ্য ষড়যন্ত্র করছেন। এই চক্রান্ত চব্বিশের বিপ্লবী ছাত্র-জনতা কোনোভাবেই সফল হতে দেবে না।”

সংগঠনটি স্পষ্ট জানায়, জনগণের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই অভ্যুত্থানকে কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া হবে না। মৌলিক সংস্কার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments