শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিআওয়ামিলীগনিউইয়র্কে কনস্যুলেটে আ.লীগের হামলা, উপদেষ্টাকে হেনস্তার চেষ্টা

নিউইয়র্কে কনস্যুলেটে আ.লীগের হামলা, উপদেষ্টাকে হেনস্তার চেষ্টা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের দরজা ভাঙচুর করছে আওয়ামী লীগের কর্মী।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা ও দরজা ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করে তারা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মাহফুজ আলম কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এছাড়াও তথ্য উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এমনকি হামলাকারীরা কনস্যুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেলে।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট অফিস রোববার এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments