ঢাকার ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ২২ জন ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট।
আজ সোমবার (২৫ আগস্ট ২০২৫) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভানেত্রী মিসেস নুরুল সাবিহা, সহ-সভানেত্রী কোহিনুর বেগম, সহ-সভানেত্রী জাকেরা রহমান ও সমন্বয়কারী হাফেজা বুশরা অভিযুক্ত ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নেত্রীরা বলেন, হিজাব মুসলিম নারীর ধর্মীয় ও সাংবিধানিক মৌলিক অধিকার। অথচ উক্ত শিক্ষিকা ছাত্রীদের ‘জঙ্গি’ সম্বোধন করে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন এবং ইসলামী পোশাকবিধিকে কটাক্ষ করেছেন, যা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। তারা আরও বলেন, শিক্ষার্থীদের ‘মাদ্রাসার ছাত্রী’ বলে কটাক্ষ করা একজন শিক্ষিকার জন্য লজ্জাজনক ও ইসলামবিদ্বেষী আচরণ।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের শালীনতা ও নৈতিক শিক্ষা দেওয়ার পরিবর্তে উক্ত শিক্ষিকা ইখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়েছেন। এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।



