কক্সবাজার, ২৫ আগস্ট ২০২৫: কক্সবাজারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে অনুষ্ঠিত “রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক ডায়ালগ”-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।
সভায় এনসিপি প্রতিনিধি দল রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই পরিকল্পনা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করে। তারা বলেন, দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকট নিরসন করতে হবে, যাতে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে।



