শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষ৩ দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

৩ দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।  শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

এ সময় শিক্ষার্থীদের ‘চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’, ‘ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে বুয়েটসহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে করে ওই এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো;

১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।

২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা ঠিক রাখতে মাঠে আছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments