ই-নিউজ | খুলনা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বিল ডাকাতিয়া, বিল বাদুড়িয়া, বিল মধুগ্রামসহ সকল বিলের জলাবদ্ধতা নিরসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
বুধবার (সকাল ১১টা) খুলনার ডুমুরিয়া উপজেলার কালিঘাট স্লুইসগেটের পোল্ডার খুলে দেওয়া পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি জানান, জলাবদ্ধতার সমস্যা প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণেই হয়। প্রাকৃতিক কারণ নিয়ন্ত্রণ করা না গেলেও খাল-বিল দখল, পাটা দেওয়া ও মাছ চাষের নামে পানি প্রবাহ বন্ধ করা মানবসৃষ্ট সংকট তৈরি করছে।
অধ্যাপক পরওয়ার বলেন, সরকারকে বিষয়টি অবহিত করার পর পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইতোমধ্যে তিন দফা পরিকল্পনা হাতে নিয়েছেন। তবে সবার স্বার্থ রক্ষার জন্য স্লুইসগেট আংশিকভাবে খোলা রাখা হবে।
দিনভর তিনি ডুমুরিয়ার বিভিন্ন স্থানে ভোটার সমাবেশ, মাদরাসা পরিদর্শন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা প্রদান, পূজা মণ্ডপে আর্থিক সহায়তা এবং বন্যাকবলিত গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন।



