ই নিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে “জুলাই সনদ” বাস্তবায়নের রোডম্যাপ জরুরি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, আধুনিক রাষ্ট্রে নির্বাচন গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশ বর্তমানে বিশেষ পরিস্থিতিতে রয়েছে। গত ২৪ জুলাই ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়ে স্বৈরতন্ত্র থেকে মুক্তির আন্দোলন করেছে। অথচ সেই ত্যাগের প্রতিফলন রোডম্যাপে নেই। পুরোনো বন্দোবস্তে নির্বাচন আয়োজন মানে জুলাই অভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করা।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার, রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন ব্যবস্থা নিয়ে বহু আলোচনা হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান না দিয়ে নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা ঘোষণা করা জাতির প্রত্যাশার সাথে বেমানান।
গাজী আতাউর রহমান অভিযোগ করেন, ঘোষিত রোডম্যাপে যা বলা হয়েছে তা কেবল রুটিন ওয়ার্কের মতো, এতে জনগণের মূল দাবি—পিআর পদ্ধতির আলোচনা ও নির্বাচনের তফসিল ঘোষণার স্পষ্টতা নেই। তার মতে, এটি একটি “সারবস্তুহীন স্মার্ট উপস্থাপনা” এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি আড়াল করার চেষ্টা।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, ভালো কথা। কিন্তু এখনই জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নতুবা জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ব্যর্থ হবে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দেবে না।”



