আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যু এবং অন্তত ৫০০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। রোববার (৩১ আগস্ট) রাত স্থানীয় সময় ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে এবং জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে। মূল ভূমিকম্পের পর আরও অন্তত তিনটি কম্পন অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলাগুলোতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখনও অনেক প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান জানা যায়নি।
উদ্ধারকাজে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভুমিধসে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় শুধুমাত্র হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তালেবান সরকার জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তা না এলে বৃহৎ পরিসরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো সম্ভব নয়।



