শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবিএনপিতারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে। তবে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের শক্তিতে দলটি আবার জেগে উঠেছে। তিনি বলেন, এবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির অবদান অনস্বীকার্য। আজকের এই দিনটি কেবল বিএনপির জন্য নয়, পুরো দেশের মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি গঠনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তা অস্বীকার করার উপায় নেই।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং দেশের রাজনীতিতে সংস্কারের জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে।

বিএনপি দীর্ঘ সময় রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেছে। দীর্ঘ দেড় যুগ রাজপথে আন্দোলনের পর দলটি গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শক্তিশালী অবস্থায় ফিরে এসেছে। এই আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির প্রাণ ফিরে এসেছে।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে ছিল। বিগত দেড় যুগে রাজপথেই কেটেছে দলের নেতাকর্মীদের জীবন। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে অবিচল ছিলেন। অবশেষে ২৪ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে।

তিনি আশ্বস্ত করেন, দলের নেতা-কর্মীরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের স্বার্থে কাজ করতে অবিচল থাকবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments