প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ৩১ আগস্ট দিবাগত রাতে আফগানিস্তানের দুটি দুর্গম প্রদেশে সংঘটিত ভয়াল ভূমিকম্পে মুহূর্তের মধ্যে হাজারো মানুষের স্বপ্ন-আশা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্যে ৬২২ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, শত শত মানুষ আহত হয়েছেন এবং অগণিত পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরতম শোক ও সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, এ শোক শুধু আফগানিস্তানের নয়, বরং সমগ্র মানবতার শোক। বাংলাদেশের জনগণও এ কঠিন সময়ে আফগান ভাই-বোনদের পাশে রয়েছে।



