আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে দলীয় রোডম্যাপ ও কর্মপন্থা নির্ধারণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং অনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আরও জোরালো কর্মসূচি হাতে নিয়েছে।
সোমবার রাজধানীর বসুন্ধরায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বাসায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। দীর্ঘ এক মাস হার্টের চিকিৎসাজনিত বিরতির পর তিনি প্রথমবার বৈঠকে সভাপতিত্ব করেন।
জামায়াতের প্রচার বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জুলাই সনদ ২০২৫–কে আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তা এবং তার আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি গুরুত্ব পায়। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা নিয়েও আলোচনা হয়।
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমিরে জামায়াত দীর্ঘদিন পর বৈঠক করলেন। তিনি সব শুনেছেন এবং কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। সামনে জাতীয় নির্বাচন, সে বিষয়েও রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে।”
তিনি জানান, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সংগঠন ও আমির নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রার্থী চূড়ান্তকরণ ও ইশতেহার প্রণয়ন প্রক্রিয়াও এগোচ্ছে।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে জুবায়ের বলেন, “আমরা সভা-সমাবেশ, মিছিল-মিটিং, সেমিনার করছি। সামনে সমমনা দলগুলোকে নিয়ে আরও শক্তভাবে এগোব।” তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
ইসলামি ও সমমনা দলগুলো নিয়ে জোট গঠনের আলোচনাও চলছে বলে জানান তিনি। ডিসেম্বরের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আভাস দেন।
বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।



