শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকসুদানে ভূমিধসে হাজারের বেশি মানুষের মৃত্যু, নিশ্চিহ্ন একটি গ্রাম

সুদানে ভূমিধসে হাজারের বেশি মানুষের মৃত্যু, নিশ্চিহ্ন একটি গ্রাম

পশ্চিম সুদানের মারারা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর রোববার এই দুর্ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপে মিশে গেছে উত্তর দারফুরের তারাসিন গ্রাম।

সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, পুরো গ্রাম থেকে মাত্র একজন মানুষ জীবিত উদ্ধার হয়েছেন। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন। সংগঠনটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নূর জানিয়েছেন, মৃতদের দাফন ও উদ্ধারকাজে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থার জরুরি সহযোগিতা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, ভূমিধসে গ্রামটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে।

এর আগে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সংঘর্ষের কারণে বহু মানুষ মারারা পর্বতে আশ্রয় নিয়েছিলেন। ওই এলাকায় এখন খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

প্রায় দুই বছর ধরে চলমান এ গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্যাভাবের মুখে পড়েছেন। কোটি মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির বর্তমানে নিয়মিত গোলাবর্ষণের কবলে রয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ-এর সংঘাত শুরু হওয়ার পর দেশটি মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হয়। পশ্চিম দারফুরে গণহত্যার অভিযোগও উঠেছে।

গত বছর একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, সংঘাত শুরুর পর থেকে অন্তত এক লাখ ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments