গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১ নং কেবিনে তিনি নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
সাংবাদিকদের তিনি বলেন, “নুরুল হক নূরের ওপর যে হামলা হয়েছে তা নিন্দনীয়। বাংলাদেশে ফ্যাসিবাদী আন্দোলনে তার ভূমিকা দীর্ঘদিনের এবং বর্তমানে তা অব্যাহত। তাকে যেভাবে আহত করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। জুলাই আন্দোলনের যোদ্ধাদের নেতৃত্ব ও কার্যক্রম জাতির জন্য গুরুত্বপূর্ণ।”
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “সকলের উচিত তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা, যাতে তিনি পুনরায় ময়দানে ফিরে জাতির কল্যাণে অবদান রাখতে পারেন। দেশ এই সময়ে একটি ক্লান্তিকাল অতিক্রম করছে, তাই সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সংহতি বজায় রাখতে হবে। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা প্রয়োজন।”
তিনি বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।



