বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের রাষ্ট্রীয় কাঠামো থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। তাঁর দাবি, “ইসলামী রাষ্ট্র গড়ে উঠলে আল্লাহর বিধান অনুযায়ী সবার সমান অধিকার নিশ্চিত হবে—কোনো দল বা ব্যক্তি এককভাবে সুবিধা নিতে পারবে না।”
মঙ্গলবার রাতে খিলগাঁও উত্তর থানা জামায়াত আয়োজিত দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক ন্যায়বিচার, মানবিক রাষ্ট্র এবং আল্লাহর বিধানভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে দলমত–ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে।
সভায় প্রধান আলোচক ও ঢাকা–৯ আসনের জামায়াত–মনোনীত প্রার্থী কবির আহমেদ বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার নানা দফা–প্রতিশ্রুতি দিচ্ছে ঠিকই, কিন্তু দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি ছাড়া কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, “মানুষের বানানো মতবাদ জনগণকে উপকৃত করেনি—সব সুবিধা গেছে ক্ষমতাসীনদের কাছে। ইসলামী রাষ্ট্র হলে বৈষম্যের জায়গা থাকবে না, সবাই সমান মর্যাদা পাবে।”
ঢাকা–৯ এলাকাকে “নতুন বাংলাদেশের মডেল এলাকা” হিসেবে গড়ে তুলতে জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূর্ববর্তী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট ও জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগও তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন মহানগরীর শুরা সদস্য ও খিলগাঁও উত্তর থানা আমীর মো. নাসির উদ্দিন।
এ ছাড়া কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ফরিদুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা, কাউন্সিলর পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম এবং বিভিন্ন পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন



