শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়ক্ষমা চেয়ে ৬ লাশ পোড়ানোর বিষয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল

ক্ষমা চেয়ে ৬ লাশ পোড়ানোর বিষয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল

জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে পুড়িয়ে হত্যা–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হক ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। বুধবার জবানবন্দি শেষে তিনি নিহতদের পরিবার এবং আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

ট্রাইব্যুনাল–২–এ ২৩তম সাক্ষী হিসেবে আবজালুল জানান, ঘটনার দিন তিনি লাশ পোড়ানোর স্থানে উপস্থিত না থাকলেও পরে থানায় অস্ত্র জমা দিতে গিয়ে পুরো ঘটনার কথা জানেন। তাঁর বক্তব্য অনুযায়ী—আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয় লাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

মামলার কার্যক্রমে এর আগে প্রত্যক্ষদর্শী ও আহত ভুক্তভোগীসহ ২২ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। প্রত্যক্ষদর্শী শাহরিয়ার হোসেন সজিব এবং গুলিবিদ্ধ সানি মৃধা তাঁদের সামনেই ঘটে যাওয়া হত্যার বর্ণনা দেন।

মামলাটি ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের হয়। অভিযোগ রয়েছে—নিহতদের মধ্যে একজন তখনও জীবিত ছিলেন; তাকেও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধে মামলা হওয়ার পর ট্রাইব্যুনাল ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।

এ মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে আছেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, সাবেক সাভার সার্কেল এএসপি শাহিদুল ইসলামসহ পুলিশের আরও কয়েকজন সদস্য। তবে প্রধান অভিযুক্ত সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন এখনো পলাতক।

আবজালুল হক একমাত্র আসামি যিনি আদালতে দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে চান। তাঁর আবেদন মঞ্জুর হলে বুধবার তাঁর পূর্ণ জবানবন্দি রেকর্ড করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments