ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নারীদের পিছনে রেখে সমাজের অগ্রযাত্রা কখনোই টেকসই হতে পারে না। ইসলামের ইতিহাস–ঐতিহ্য সামনে রেখে মাদ্রাসা শিক্ষায় নারীদের অংশগ্রহণ আরও বিস্তৃত করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে আয়োজিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিবরাস ফাউন্ডেশনের আয়োজন করা এ অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্র–ছাত্রীকে পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, “জুলাই বিপ্লবের পর মাদরাসা শিক্ষাকে বিস্তৃত করার যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তা হারালে হয়তো আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।”
তিনি মতাদর্শিক বিভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে দেশ একটি ভালো সরকার পেতে যাচ্ছে বলে আমরা আশাবাদী।”



