আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় এক বছর আগে সব আসনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই তালিকায় প্রায় ৮০ শতাংশ আসনে নতুন মুখ ছিল, যেখানে তরুণ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়। ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় এসব সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও মাঠপর্যায়ের প্রচার চালিয়ে যাচ্ছেন।
তবে দল শুরু থেকেই জানিয়ে রেখেছিল—এ তালিকাই চূড়ান্ত নয়। দলীয় সূত্রের দাবি, এবার আসছে আরও বড় চমক। ডিসেম্বরের শুরুর দিকেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং তাতে দেখা যেতে পারে ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি, সাংবাদিক, আলেম, পেশাজীবী, নারী এবং ছাত্রনেতৃত্ব থেকে নতুন প্রার্থী।
তফসিলের আগেই তালিকা চূড়ান্ত
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার–মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, তফসিল ঘোষণার আগে—ডিসেম্বরে—প্রার্থী তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। আগের তালিকার বেশ কয়েকটি জায়গায় পরিবর্তনও আসতে পারে।
জামায়াতের নীতিনির্ধারণী সূত্র বলছে, আসন–সমঝোতা হবে আন্দোলনে থাকা আট দলের সঙ্গে (সংখ্যা আরও বাড়তে পারে)। সেই আলোচনার ওপর ভিত্তি করেই শেষ পর্যন্ত কোন আসনে কে প্রার্থী হবেন, তা ঠিক করা হবে।
প্রার্থী তালিকায় বৈচিত্র্যের চেষ্টা
বিশ্বস্ত সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে—দল এবার বেশ কয়েকটি আসনে বৈচিত্র্যময় প্রার্থিতা নিশ্চিত করতে চায়।
🔹 হিন্দুসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি,
🔹 পেশাজীবী ও সাংবাদিক,
🔹 নারী প্রার্থী,
🔹 বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রনেতা,
—এদের মধ্যে কয়েকজনকে মনোনয়ন দেওয়া হতে পারে।
দলের বাইরে থেকেও ব্যক্তিরা জামায়াতের দাঁড়িপাল্লা বা অন্য কোনো প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানা গেছে। তবে সবকিছুই দলের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
জামায়াতের কৌশল: সমর্থন বাড়ার দাবি
জামায়াত সূত্রের দাবি, বিভিন্ন জরিপ ও মাঠপর্যায়ের কর্মসূচিতে দলটির প্রতি জনসমর্থন আগের তুলনায় বেড়েছে। ফলে দল এবার নির্বাচনে বড় লক্ষ্য নিয়েই অগ্রসর হচ্ছে। ইসলামী ও সমমনাদের সঙ্গে আসনসমতা, প্রার্থী বাছাইয়ে বিস্তৃত বৈচিত্র্য ও সমন্বয়ের কৌশল গ্রহণ করা হয়েছে।
‘টর্নিং পয়েন্ট’ হিসেবে দেখছে নির্বাচন
সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর সুযোগ হবে। তিনি সারাদেশে প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান।



