সরকার রাজধানীর মিরপুর ৯ নম্বরে জুলাই আন্দোলনে গুরুতর আহত ১,৫৬০ জন পরিবারকে স্থায়ী আবাসন দেওয়ার প্রকল্প গ্রহণ করেছে। প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১,৩৪৪ কোটি টাকা এবং পরিকল্পনা কমিশনে তা পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের জন্য নির্মাণ করা ফ্ল্যাটগুলো ১,৩২০ বর্গফুট আকারের হবে এবং প্রতি ফ্ল্যাটের গড় মূল্য ৮৬ লাখ ২০ হাজার টাকা। প্রকল্পের আওতায় ১৫টি ১৪ তলা ভবন নির্মাণ হবে, যার প্রতিটি ভবনে বেসমেন্ট, পার্কিং, লিফট, জেনারেটর, সৌরশক্তি ব্যবস্থা ও ফায়ার হাইড্রেন্ট থাকবে। এছাড়া কমিউনিটি সুবিধা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, খেলার মাঠ, সবুজ এলাকা ও অভ্যন্তরীণ রাস্তা অন্তর্ভুক্ত করা হবে।
জুলাই আন্দোলনে আহতদের মধ্যে ক্যাটাগরি-‘এ’ ও ‘বি’ অনুসারে উপকারভোগী নির্ধারণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে। ২০২৯ সালের জুনের মধ্যে ভবনগুলো সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
প্রকল্পের অনুমোদন একনেকের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করবে। গৃহায়ন মন্ত্রণালয় আশা করছে, এতে আহত জুলাই যোদ্ধাদের ১,৫৬০ পরিবার সরাসরি এবং অন্যান্য নিম্নআয়ের মানুষ পরোক্ষভাবে উপকৃত হবেন।



