ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ জাতীয় নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। জনগণকে বিভ্রান্ত বা বিভক্ত করার কোনো সুযোগ দেওয়া যাবে না।
রোববার রাজধানীর খিলক্ষেত থানাধীন ৪৮নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, পতিত আ.লীগ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও নাশকতা চালাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র রুখতে হবে। তিনি মনে করিয়ে দেন, মহানগর উত্তরের অধীনে থাকা আটটি আসনে বিএনপির প্রার্থীকে জিতাতে সকলে একযোগে কাজ করবে।



