ছাতকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আয়োজিত সমাবেশে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, তিনি আশা করেছিলেন ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু কয়েকদিন আগে প্রাথমিক মনোনয়ন থেকে বাদ পড়ায় তিনি যেমন স্থম্ভিত হয়েছেন, তেমনি নেতাকর্মীরাও হতাশ হয়েছেন।
তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “হতাশ হবেন না। প্রাথমিক মনোনয়নই চূড়ান্ত নয়। চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।” তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ছাতক-দোয়ারাবাজারের মানুষের স্বপ্ন পূরণে প্রার্থী পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা উচিত।
রোববার বিকেল ৪টায় ছাতক-দোয়ারাবাজারের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এই সমাবেশে হাজারো নেতা-কর্মী অংশ নেন। এর আগে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিশাল গণমিছিল বের হয়। প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণে গোবিন্দগঞ্জের রাজপথ উত্তাল হয়ে ওঠে।
বক্তব্যে মিজান বলেন, গত ১৬ বছর তিনি শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন-সংগ্রাম করেছেন। ছাতক-দোয়ারাবাজারবাসীর স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ করেছেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা সবসময় আমার পাশে থেকেছেন। হামলা-মামলা-হয়রানির ভয় না করে আন্দোলনে সক্রিয় ছিলেন। আপনাদের ভালোবাসা কখনো ভুলবো না।”
২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করার স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, তখনও নেতাকর্মীরা সব ধরনের বাধা উপেক্ষা করে তার পাশে ছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন—“জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো, ইনশাআল্লাহ।”



