শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়নাশকতার চেষ্টা দেখলেই গুলি—ডিএমপি কমিশনারের নির্দেশ

নাশকতার চেষ্টা দেখলেই গুলি—ডিএমপি কমিশনারের নির্দেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের পর এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নাশকতা বা সহিংস কর্মকাণ্ডে জড়িত কাউকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন। রোববার বিকেলে বেতারবার্তার মাধ্যমে এ নির্দেশনা মাঠের সব ইউনিটে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির দুই উপপুলিশ কমিশনার।

বেতারবার্তায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সন্ধ্যায় এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী আজকের পত্রিকাকে বলেন, “আমার সদস্যদের ওপর হামলা হলে, আগুন দিলে বা সহিংসতা ঘটালে আইন অনুযায়ী আমি এ ধরনের নির্দেশনা দিতে পারি।”

আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজন আসামি রয়েছেন। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে—এমন তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর কাছে আছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ, গ্রুপ এবং ভুয়া আইডি থেকে দলটির সমর্থকেরা উসকানিমূলক বার্তা, গুজব এবং সংঘবদ্ধ হওয়ার আহ্বান ছড়িয়ে দিচ্ছে বলে গোয়েন্দা সংস্থার দাবি।

গত কয়েক দিনে দেশের কয়েকটি জেলায় সহিংসতার ঘটনাও ঘটেছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার রাত পর্যন্ত পিরোজপুর, কিশোরগঞ্জ, ফরিদপুরসহ কমপক্ষে চার জেলায় আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির সময় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভ, কিশোরগঞ্জে জিয়া পরিষদ এবং ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের এক শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণাকে সামনে রেখে আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয়। সেই সময় রাজধানীর হাতিরঝিল, মিরপুর, আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আর আগামীকাল রায় ঘোষণার দিনে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ দলটি। এতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ।

ঢাকাবাসীকে আশ্বস্ত করে ডিএমপি কমিশনার বলেন, “রাজধানীর নিরাপত্তায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কেউ নাশকতা করতে চাইলে ছাড় দেওয়া হবে না।”

এর আগে ১১ নভেম্বর সিএমপি কমিশনার হাসিব আজিজ পুলিশ সদস্যদের সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিনগান (এসএমজি) থেকে সরাসরি ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বেতার নির্দেশনায় বলেছিলেন—“শটগান নয়, চায়না রাইফেল নয়; মাঠে থাকবে এসএমজি, তাও ব্রাশফায়ারে।”

সিএমপি কমিশনারের সেই নির্দেশনার পরদিন উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments