ট্রাইব্যুনালের রায় যাই হোক, তা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগামীকাল আদালত কী রায় দেয়—সেটির দিকে সবাই কান পেতে থাকুন। আদালতের সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে, আর যে কোনো সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
রোববার বিকেলে বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে প্রশাসন মাঠ গোছানোর কাজ করছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন শুধু মাঠ প্রশাসনের ওপর নির্ভর করে না; নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সর্বশেষ জনগণের অংশগ্রহণই নির্বাচনকে সফল করে তোলে।
তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে, বিভিন্ন দল ইতিমধ্যে প্রার্থী মনোনয়ন দিচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



