কিশোরগঞ্জ উপশহর ও প্রধান বাজারের যানজট নিরসনে নির্মিত খেলুর বাড়ির মোড় থেকে গদা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ কিলোমিটার বাইপাস সড়ক এখন ঝুঁকিপূর্ণ ও অব্যবহার্য হয়ে পড়েছে। সড়কটি বড় বড় গর্ত ও খানাখন্দে ভরপুর হওয়ায় পথিক নেই, যানবাহন চলছে না।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, নির্মাণের পর থেকে কোনও সংস্কারের বরাদ্দ পাওয়া যায়নি, ফলে গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়ক দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনও কোনো সংস্কারের কাজ শুরু হয়নি।
স্থানীয়রা জানান, বাইপাস সড়ক ব্যবহার না হওয়ায় উপশহর ও প্রধান বাজারে প্রতিদিন বিকেল-সন্ধ্যায় তীব্র যানজট তৈরি হচ্ছে। ভ্যানচালক সাইফুল বলেন, “সড়কটি খারাপ হওয়ায় আমরা প্রধান বাজার দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছি, ফলে যানজট বেড়েই চলেছে।” অটোচালক নকুল বলেন, “সড়কটি অনুপযোগী, তাই মানুষ ও যানবাহন সবাই অন্য রাস্তা ব্যবহার করছে।”
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, “বাইপাস সড়ক সংস্কারের জন্য বারবার আলাপ হলেও কোনো কার্যক্রম শুরু হয়নি। সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে।”
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, “বাইপাস সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাদ্দ পাওয়া মাত্রই জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে।”
এভাবে পথ থাকলেও পথিক নেই, সড়ক ব্যবহার বন্ধ হওয়ায় কিশোরগঞ্জের মানুষ প্রতিদিনই দুর্ভোগের মুখোমুখি হচ্ছে।



