ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের জানিয়েছেন, শিক্ষার্থীদের ভোটই চূড়ান্ত ও সার্বভৌম।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীরা যে রায় দেবেন, সব প্রার্থী তা মেনে নেবেন। আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ রাখা এবং শিক্ষার্থীদের ভোটাধিকার সুরক্ষিত করা।”
কাদের আরও বলেন, ভোটগ্রহণ শুরু থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। তবে কিছু কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা দেখা গেছে, যার বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি আশাবাদী, বাকি প্রার্থীরাও শৃঙ্খলা বজায় রাখবেন।



