শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বাইরে ৫ পদে জয়ী হলেন যারা

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বাইরে ৫ পদে জয়ী হলেন যারা


প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ ২৮টি পদে ২৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি পাঁচ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

স্বতন্ত্র জয়ীরা হলেন—

  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বী
  • সদস্য: হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া

বুধবার সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট
জিএস পদে এসএম ফরহাদ পান ১০ হাজার ৭৯৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পান ৪ হাজার ৯৪৯ ভোট
এজিএস পদে ঐক্যবদ্ধ জোটের মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হন। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট

এছাড়া শিবির সমর্থিত জোট আরও ২০ পদে জয়লাভ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (১০,৬৩১ ভোট)
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার (৭,৮৩৩ ভোট)
  • আন্তর্জাতিক সম্পাদক: খান জসিম (৯,৭০৬ ভোট)
  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আবদুল্লাহ (৯,০৬১ ভোট)
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসাইন (৭,২৫৫ ভোট)
  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা (৯,৯২০ ভোট)
  • মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া (১১,৭৪৭ ভোট)
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এমএম আল মিনহাজ (৭,০৩৮ ভোট)
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম (৯,৩৪৪ ভোট)

এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসাইন অপু খান, রাইসুল ইসলাম, মো. শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার ও রায়হান উদ্দীন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসুর ৩৮তম নির্বাচন। এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, আর ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১,০৩৫ জন প্রার্থী

মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮,৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০,৯১৫ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments