জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৭ ঘণ্টা পর ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি হল রয়েছে—এর মধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের ১০টি। এখন পর্যন্ত ১৭টি হলের ভোট গণনা শেষ হলেও বাকি চারটি হলে গণনা চলছে।
ভোট গণনার গতি অনুযায়ী দুপুরের মধ্যে হল সংসদের ফলাফল নির্ধারণ করা সম্ভব হবে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। নির্বাচন সংশ্লিষ্টদের মতে, ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করায় সময় বেশি লাগছে, তাই কেন্দ্রীয় সংসদের ফলাফল সন্ধ্যার পর প্রকাশিত হতে পারে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তির কারণে ভোট ম্যানুয়ালি গণনা করা হচ্ছে।



