শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

ই নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫,

৩৩ বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এই নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। ২৫টি পদের মধ্যে ২০টিতেই বিজয়ী হয়েছে তারা। সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলাসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন।

এর আগে ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইতিহাস গড়ে। ডাকসুর মোট ২৭টি পদের মধ্যে ২৩টিতেই জয় পায় সংগঠনটির প্যানেল, যার মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদও রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, টানা দুই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এ জয় বাংলাদেশের ছাত্ররাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments