স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর থেকে ধাপে ধাপে ফল প্রকাশ করা হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। বেশিরভাগ পদেই জয়ী প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে গেছেন, অন্যদিকে অনেক আলোচিত প্রার্থী কাঙ্ক্ষিত ফল পাননি।
কে কোন পদে কত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং কে অনির্বাচিত হয়েছেন, তা দেখতে পারবেন পূর্ণাঙ্গ তালিকায়।



