স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২
রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। রোববার দুপুর ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।
কমিশন সূত্র জানিয়েছে, ড. ইউনূস বিকেল ৪টা পর্যন্ত বৈঠকে থাকবেন। তিনি চলে যাওয়ার পরও রাজনৈতিক নেতাদের সঙ্গে কমিশনের আলোচনা অব্যাহত থাকবে।
আলোচনা শেষে সাড়ে ৫টার দিকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যমকে তাদের বক্তব্য জানাবেন।



