শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img

ডাকসু-জাকসু নির্বাচনে বাগছাসের ভরাডুবি, চাপে এনসিপি

ই নিউজ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস)। মাত্র এক বছর আগে শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির এমন পরাজয় নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

শুধু বাগছাস নয়, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও বামপন্থি সংগঠনগুলোর প্রার্থীরাও এ নির্বাচনে আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছে।

গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। তাই অনেকে ধরে নিয়েছিলেন, বাগছাস কিংবা তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালো ফল করবে। কিন্তু বাস্তবে ডাকসুতে কোনো পদই পায়নি বাগছাসের প্রার্থীরা। জাকসুতে তারা ছোট দুটি পদে জয় পেলেও তা প্রত্যাশার তুলনায় নগণ্য।

এনসিপির নেতাদের মতে, সাংগঠনিক দুর্বলতা, প্রস্তুতির ঘাটতি এবং কিছু নেতার বিতর্কিত কর্মকাণ্ড এই ব্যর্থতার পেছনে বড় কারণ।

এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদীব বলেন, “প্রস্তুতি নেওয়ার ঘাটতি ছিল, সংগঠনের কাঠামোও দুর্বল ছিল। তাই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।”

অন্য যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন, “আমাদের কিছু নেতা রাষ্ট্র পরিচালনার ঘনিষ্ঠ হয়েছিল। তাদের অনভিজ্ঞতা ও বিতর্কিত ইমেজ নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলেছে।”

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, শিক্ষার্থীরা সাধারণত স্টাবলিশমেন্টের বিপক্ষে থাকে। “অনেকে এনসিপিকে ‘কিংস পার্টি’ মনে করে। ফলে এই ভাবমূর্তিও ভোটে প্রভাব ফেলেছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments