শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবিমানবন্দরে এনসিপি নেতা–কর্মীদের আচরণে সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন

বিমানবন্দরে এনসিপি নেতা–কর্মীদের আচরণে সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা–কর্মীর সঙ্গে সাংবাদিকদের বাদানুবাদ হয়েছে। এর জেরে সাংবাদিকেরা এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। এ সময় যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তবে ঘটনার সময় তাঁরা উপস্থিত ছিলেন না।

সাংবাদিকেরা জানান, বিএনপির উপদেষ্টা হুমায়ুন কবির ভিআইপি ফটকে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় এনসিপির কিছু নেতা–কর্মী স্লোগান দিতে থাকেন। সাংবাদিকেরা তাঁদের অনুরোধ করলে কিছু কর্মী অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ সাংবাদিকেরা সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন।

পরে এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের আচরণ দুঃখজনক ও নিন্দনীয়। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments