শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ডে দায়ের হওয়া ছয়টি মামলায় আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

তিনি জানান, উপদেষ্টা ইতোমধ্যে তার লিখিত জবানবন্দি তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। জবানবন্দি গ্রহণের পরই আজ আদালতে জেরা হবে কি না, তা নির্ধারণ করা হবে।

এ মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক।

অন্যদিকে শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চলতি বছরের ১১ এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছয়জনকে হত্যা করে। নিহতরা হলেন— শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।

ওই ঘটনায় চলতি বছরের ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয় এবং ১০ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments