ই-নিউজ | ঢাকা | ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকাল ৯টা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার মান্যবর হাইকমিশনার মিস. সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমীরের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকটি অনুষ্ঠিত হয় এক আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে।
বৈঠকের শুরুতে হাইকমিশনার মিস. সুসান রাইল আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাঁর পূর্ণ আরোগ্য কামনা করেন। উভয়ের মধ্যে পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত।



