শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: দেশে ফিরে শহিদুল আলম

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: দেশে ফিরে শহিদুল আলম

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি দেশে ফিরার কথা নিশ্চিত করেন।

দৃক (Drik) ফটোগ্রাফির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচিত শহিদুল আলমকে বহনকারী বিমান ঢাকায় শনিবার ভোর ৫টার দিকে অবতরণ করে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে রাত থেকেই তার দেশে ফেরার তথ্য জানানো হয়।

দেশে ফিরে শহিদুল আলম বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। তবে গাজার মানুষ এখনো মুক্ত হয়নি; তারা এখনো নির্যাতনের শিকার। গাজা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।” তিনি বিদেশে থাকা বাংলাদেশিরা, বাংলাদেশ সরকার ও তুরস্ক সরকারের কূটনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

শহিদুল আলম ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে গঠিত বহরে অংশ নিয়ে গাজার উদ্দেশ্যে নৌযাত্রায় গিয়েছিলেন। ওই বহরে বিভিন্ন দেশের অধিকারকর্মী, সাংবাদিক ও নাগরিক অংশগ্রহণ করছিলেন। গত বুধবার ইসরায়েলি নৌবাহিনী বহরে হামলা চালিয়ে বহরের কর্মীদের আটক করে। পরে আটককৃতদের মধ্যে শহিদুল আলমকে ইসরায়েলের কেতজিয়েত কারাগারে নেওয়া হয়। শুক্রবার কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি কারামুক্ত হন এবং তুরস্কে পৌঁছে শনিবার ভোরে দেশে ফিরেছেন। ইস্তানবুলে তাঁকে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান স্বাগত জানান।

শহিদুল আলম বলেন, “আমি যেতে পেরেছি, অনেকে পারেনি। আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা তৈরী করা দরকার—যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে ততদিন আমাদের কাজ শেষ নয়।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে চলমান সংহতি ও সমর্থনের ওপর জোর দেন এবং গাজায় অবরোধ তুলে নেওয়া ও পুনরায় মানবিক সহায়তা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সরকারও এ ঘটনায় বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে প্রয়োজনীয় তৎপরতা চালিয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার ও কূটনীতি মহলেও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments