রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেছেন, “আজকে শিক্ষার্থীদের জন্য ঈদের দিনের মতো মনে হচ্ছে। তারা অত্যন্ত আনন্দ ও উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে।”
বৃহস্পতিবার সকালে রাকসু নির্বাচনের অংশ হিসেবে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে মেয়েদের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রক্টর বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী তরুণ ভোটার, অনেকেরই এটি জীবনের প্রথম ভোট। সেই কারণে সবার মাঝে বাড়তি উচ্ছ্বাস রয়েছে।”
তিনি আরও বলেন, “নারী শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমি সত্যিই অভিভূত। পুরুষ ভোটকেন্দ্রের তুলনায় মেয়েদের ভোটকেন্দ্রে আরও বেশি ভিড় দেখা যাচ্ছে। তারা দায়িত্বশীলভাবে ভোট দিচ্ছে, দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছে। এটি প্রমাণ করে, নারীরা এখন আর পিছিয়ে নেই।”
প্রক্টর মাহবুবুর রহমান আশা প্রকাশ করে বলেন, “আবহাওয়া যেমন সুন্দর, তার চেয়েও সুন্দর আইন-শৃঙ্খলার পরিবেশ। দিনশেষে আমরা একটি সফল ও সুন্দর নির্বাচন দেখতে পাব—এটাই প্রত্যাশা।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনী পরিবেশে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।



