শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeশিক্ষাফাজিল-কামিল ডিগ্রিধারী ইখতিয়ার হলেন বিসিএস ক্যাডার

ফাজিল-কামিল ডিগ্রিধারী ইখতিয়ার হলেন বিসিএস ক্যাডার

৪৯তম বিসিএসে ফাজিল-কামিল ডিগ্রিধারী ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের বিসিএস ক্যাডারে নির্বাচিত হয়েছেন।বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে সাময়িকভাবে ৬৬৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলের অনুযায়ী, নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের শিক্ষা ক্যাডারে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। ইখতিয়ার উদ্দিন নোয়াখালীর এক শিক্ষানুরাগী পরিবারের সন্তান। তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ২০১৮ সালে ফাজিল ডিগ্রি (সিজিপিএ ৪.০০) ও ২০২১ সালে কামিল ডিগ্রি (জিপিএ ৪.৭৫) সম্পন্ন করেন। ইখতিয়ার ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হন এবং এরপরে বিভিন্ন সময়ে দশটির বেশি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ২০২৪ সালে উপজেলা ভিত্তিক মাস্টার ট্রেইনার নির্বাচনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রথম স্থান অর্জন করেন। নিজের সাফল্য নিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এই অর্জন আমার পিতা-মাতা, শিক্ষক ও পরিবারের সবার দোয়া ও পরিশ্রমের ফল। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ লাভের পর শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি প্রশিক্ষণ ভাইভাতে পেশাদারিত্ব ও মানসিক স্থিরতা প্রদর্শনে সহায়ক হয়েছে।” এ তার সাফল্যে এলাকায় ও কবিরহাট উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী মনে করছেন, এটি শুধু তার পরিবারের নয়, পুরো নোয়াখালী জেলার জন্য গর্বের বিষয়। পিএসসি থেকে জানানো হয়েছে, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। কিছু ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে মনোনয়ন দেওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments