তিস্তা প্রকল্প ভিক্ষা নয়, এটি বাংলাদেশের ন্যায্য অধিকার—এ মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শুক্রবার সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে লালমনিরহাট জেলা সমিতির আয়োজনে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি বলেন, কাগজে-কলমে নয়, তিস্তা উন্নয়ন দেখতে হবে দৃশ্যমান অগ্রগতির মাধ্যমে। তিন কোটি মানুষের প্রাণের দাবি তিস্তা মেগা প্রকল্প ভিক্ষা নয়, বরং এটি দেশের অধিকার উল্লেখ করে তিনি আরও বলেন, ভারতের একতরফা পানি প্রত্যাহার, বাঁধ নির্মাণ ও নদী ভরাটের কারণে তিস্তা আজ বিলুপ্তির পথে, যা উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। তিনি “তিস্তা মহাপরিকল্পনা” দ্রুত বাস্তবায়ন, নদী খনন, বাঁধ নির্মাণ, পুনর্বাসনসহ সব কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানান। দুলু বলেন, তিস্তা রক্ষায় রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ তিস্তা শুধু একটি নদী নয়—এটি দেশের পরিবেশ ও অর্থনীতির চালিকাশক্তি। আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক, শান্তিপূর্ণ ও জনস্বার্থনির্ভর দাবি করে তিনি সরকারের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ সমিতি ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



