চলতি বছরের উচ্চমাধ্যমিক (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা–২০২৫ এর ফল প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ বছর মোট ১ লাখ ৫ হাজার ৬১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬৬ হাজার ১৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬৭ শতাংশ।
বোর্ডের তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ২৯১ জন ছাত্র এবং ২৮ হাজার ৩১৯ জন ছাত্রী ছিলেন।
ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৫ হাজার ১৪৩ জন, যা পাসের হারে ৫৮ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে ২১ হাজার ৪২ জন পাস করেছেন, তাদের পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ—ছাত্রীদের এগিয়ে রাখছে বড় ব্যবধানে।
এ বছর ১,৬১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে ৩৯৭ জন ছাত্র এবং ১,২১৩ জন ছাত্রী।
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৭৩৩টি কেন্দ্রে, অংশ নিয়েছে ১,৮৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে হতাশার বিষয় হলো, দেশের ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি, যেখানে ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৬৫টি।
সর্বমোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড, আর তলানিতে রয়েছে কুমিল্লা বোর্ড।



