স্টাফ রিপোর্টার
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আট দলীয় জোটের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর যমুনা এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশে বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
এর আগে পল্টন মোড় ও মতিঝিল এলাকা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টিসহ আট দলের নেতাকর্মীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।
প্রধান উপদেষ্টার নিকট ৫ দফা দাবি পেশের অংশ হিসেবে আজকের এ কর্মসূচি পালিত হচ্ছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজন, নির্বাচনকালীন সরকার পুনর্গঠনসহ গণতান্ত্রিক পুনর্বিন্যাসের প্রস্তাবনা।
কার্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান কার্যক্রম সম্পন্ন করতে প্রশাসন সতর্ক অবস্থানে আছে।
এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে এই স্মারকলিপি কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনরত আট দলের মধ্যে রয়েছে—
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।



