শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিভাঙার কাজ করেছি, গড়ার কাজ করতে পারিনি: নাহিদ ইসলাম

ভাঙার কাজ করেছি, গড়ার কাজ করতে পারিনি: নাহিদ ইসলাম

ভাঙার কাজটি করলেও গড়ার কাজটি করতে পারেননি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ কাজে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলনকক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা রাজনৈতিক ফ্যাসিবাদ দূর করতে পেরেছি বা পরাজিত করতে পেরেছি ৫ আগস্টের মধ্য দিয়ে। এরপর আমরা রাষ্ট্র সংস্কারের মধ্যে ঢুকেছি। কিন্তু ব্যক্তি ও সমাজের পরিবর্তন ছাড়া রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করা বা টিকিয়ে রাখা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “ব্যক্তির চিন্তার পরিবর্তন প্রয়োজন। আমাদের ওপর রাজনৈতিক ফ্যাসিবাদের পাশাপাশি সাংস্কৃতিক ফ্যাসিবাদ চেপে বসেছে। সামাজিক ফ্যাসিবাদ ও ব্যক্তির চিন্তার ভেতরেও যে ফ্যাসিবাদ রয়ে গেছে, সেটা ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাব্যবস্থাকে। আমরা ভাঙার কাজটা করেছি, গড়ার কাজটা করতে পারিনি। এখন আমাদের গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের।”

জুলাই সনদের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদে কোনো “নোট অব ডিসেন্ট” থাকবে না। “যা ঐকমত্য হয়েছে, তার বাকিটা ঠিক করবে জনগণ। জনগণ যদি বলে, তাহলে সেটি বাস্তবায়িত হবে।”

তিনি বলেন, খুব দ্রুত সময়ে জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে যেতে চান তাঁরা। “আমরা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব,” বলেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, “আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। সেখানে শিক্ষক, তরুণ, আলেম, নারী ও সংখ্যালঘুসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। জুলাই সনদের আদেশ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দিতে হবে।”

অনুষ্ঠানে ইউটিএফের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জুলাই চেতনায় অনুপ্রাণিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে এই ফোরাম গঠন করা হয়েছে বলে জানানো হয়। ইউটিএফের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শামীম হামিদী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments