জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি শিক্ষকদের দশম গ্রেড বেতনসহ তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন।
রোববার জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। শিক্ষকদের ওপর হামলা ও অপ্রয়োজনীয় পদক্ষেপে শতাধিক শিক্ষক আহত হয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক।”
তিনি আরও বলেন, “অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি শিক্ষাব্যবস্থা এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য ক্ষতিকর। তাই শিক্ষকদের আন্দোলনের দ্রুত সমাধান করে তাদের ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া জরুরি।”



