বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচারণার তোড়ে যারা ‘ঋণ করে ঘি খেতে চাচ্ছেন’, তাদের সকল অপপ্রচার বন্ধ হয়ে যাবে। তিনি এই মন্তব্য আজ শনিবার রাজধানীতে জামায়াতে ইসলামীর উদ্দেশে করেছেন।
সালাহউদ্দিন আরও বলেন, নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিকল্প নেই। একটি পৃথক গণভোট ব্যয়বহুল ও অযৌক্তিক হবে। তাই জাতীয় ঐক্য ও জনসম্মতি নিশ্চিত করতে নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।
তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত, যাতে নির্বাচন প্রস্তুতি সময়মতো সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর শাখার ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।



