শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিজুলাই সনদ বাস্তবায়ন দেখেই নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি

জুলাই সনদ বাস্তবায়ন দেখেই নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করছে। দলটি জানিয়েছে, জুলাই সনদের বাস্তবায়ন ও সরকারের পদক্ষেপ দেখার পরই তারা নির্বাচনে যাবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত শুক্রবার রাতের কেন্দ্রীয় সভায় এ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় প্রধান দুটি বিষয় ছিল—এক, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না; দুই, নির্বাচনে গেলে জোটবদ্ধ হবে নাকি এককভাবে অংশ নেবে। সভায় দেড়শ’ কেন্দ্রীয় সদস্য উপস্থিত ছিলেন, তবে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ঢাকার বাইরে থাকায় সিদ্ধান্ত হয়নি।

দলীয় সূত্রে জানানো হয়েছে, অনেক সদস্য জুলাই সনদকে সর্বোচ্চ গুরুত্ব দিতে এবং একক নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন আদেশ ছাড়া নির্বাচন করা হলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাবে। তাই আমরা সরকারের পদক্ষেপ দেখেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেব।”

এনসিপির নেতারা দাবি করেছেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে কোনোরূপ পরিবর্তন না করে বাস্তবায়নের নির্দেশ জারি করুক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments