পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই সনদ ও গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর বসার সম্ভাবনা নেই। সরকার খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো সমঝোতা হয়নি। আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য সরকার যে সাত দিনের সময়সীমা দিয়েছিল, তা শেষ হয়েছে গতকাল (রোববার)।
বিএনপি অভিযোগ করছে, সরকার সংস্কার ও গণভোট চাপিয়ে দিচ্ছে। দলটির দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট আয়োজন করা গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে। এসব দল মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানী ঢাকায় বড় ধরনের শোডাউন করার প্রস্তুতি নিয়েছে।
এদিকে, বিরোধ নিরসনে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সরকারি সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে জাতীয় স্বার্থ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় অল্প সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টা এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।



