ইনিউজ প্রতিবেদক
ঠাকুরগাঁও | প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:৪৫
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা প্রতীক। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না, কারণ নৌকার মূল মাঝি সবাইকে ফেলে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে নৌকার ভোটারদের কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।
সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বদেশ্বর এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌকার সমর্থক ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।”
এ সময় তিনি আরও বলেন, প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির কিছু মতপার্থক্য রয়েছে। তবে বিএনপি বিশ্বাস করে, বর্তমান সরকারই উদ্যোগী হয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে।
সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক পয়গাম আলি, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক এবং রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



