শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিপাঁচ দাবিতে রাজধানীতে ৮ দলের সমাবেশ আজ

পাঁচ দাবিতে রাজধানীতে ৮ দলের সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার প্রকাশ ১১ নভেম্বর ২০২৫, ১০:০৩

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। দুপুর দুইটায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আট দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, পাঁচ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের পঞ্চম পর্ব হিসেবে ঢাকায় এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সরকার ও জাতির প্রতি একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে— জনগণ জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চায়। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুতই এ দাবিগুলো বিবেচনা করে বাস্তব পদক্ষেপ নেবে। ড. আযাদ আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া দুটি আলাদা বিষয়। কিন্তু বিএনপি এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলেছে। বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছে, অথচ জুলাই সনদ বাস্তবায়নের অংশ ছিল না। এখন তাদের দীর্ঘসূত্রতায় বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। পল্টনে সমাবেশের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং এই কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তারা সংবিধানের কথা বলে দেশ ও জাতিকে জটিলতায় ফেলছে। সংবিধান বড় না জনগণের ইচ্ছা— এ প্রশ্নের উত্তর বিএনপিকেই দিতে হবে। আওয়ামী লীগ আমলে মির্জা ফখরুল নিজেই বলেছেন, জনগণের অভিপ্রায়ই বড় কথা। তাহলে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন কি ৫ বছর পর হচ্ছে? এ অবস্থায় তারাই দ্বিধায় ভুগছে। সমাবেশে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ইসলামী ঐক্যজোট। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, যুগ্ম মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান ও অধ্যক্ষ রোকনুজ্জামান, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments