শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবিএনপিস্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না : বিএনপি

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না : বিএনপি

ই নিউজ | স্টাফ রিপোর্টার | প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫,

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা গ্রহণযোগ্য হবে না এবং এর সব দায়-দায়িত্ব সরকারের ওপরই পড়বে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেন, স্বাক্ষরিত সনদের বাইরে কিছু দল অযৌক্তিক দাবি এবং নতুন নতুন ইস্যু তৈরি করছে।

বিএনপি জানায়, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথা বলছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করার সামিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে দেশ ও সংবিধান অনুযায়ী সকল পক্ষ অঙ্গীকারাবদ্ধ। সনদের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ হলে স্বাক্ষরকারী দলের পক্ষ থেকে তা মানা হবে না এবং সমস্ত দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments