ই-নিউজ ডেস্ক | প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, বুধবার সকাল ১০:৩০
রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম।
তিনি জানান, নিরাপত্তা জোরদার ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ আশপাশের এলাকায় বিজিবি সদস্যরা মাঠে নামেছেন। এর অংশ হিসেবে শুধুমাত্র ঢাকাতেই ১২ প্লাটুন বিজিবি কাজ করছে।
বিজিবি জানায়, সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা।
নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের শান্ত ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।



