ঢাকা, ১২ নভেম্বর ২০২৫: সদ্য বিএনপিতে যোগদান করা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তার সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চরম ভাষায় আক্রমণ করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, যতদিন পর্যন্ত “খুনি হাসিনাকে” ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন “সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।” গত সোমবার নাটোরে বিএনপির এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তার মুখ ফসকে ‘শেখ’ শব্দটি উচ্চারিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে সেই বিতর্কের জবাব দিতে গিয়ে স্নিগ্ধ লেখেন, “অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম… যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে।” তিনি আরও হুঁশিয়ারি দেন, “এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই, যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।” গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দেওয়া এই নেতার কঠোর মন্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গন ফের উত্তপ্ত হয়ে উঠেছে।



